নওগাঁর সাপাহারে আসন্ন পবিত্র ঈদুল আজহার জামায়াত ও কোরবানী পশুর বর্জ্য অপসারণ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ঈদের জামায়াত স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আদায় , সঠিক নিয়মে এবং নির্ধারিত স্থানে পশু কোরবানী, কোরবানী পশুর চামড়া ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও কোরবানী পশুর বর্জ্য অপসারণ করণ ব্যাবস্থাপনা বিষয়ে অবহিত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা.মুহা রুহুল আমিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী গন।