কুমিল্লার মেঘনা মানিকারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী দানবীর জাকির হোসেন মাদ্রাসার ওয়াজ মাহফিলে ওয়াদা করেছিলেন ইব্রাহিমিয়া তালিমুল উম্মাহ মাদ্রাসায় ৫ তলা ভবন করে দিবেন।
তারই ধারাবাহিকতায় আজ সকাল ৮ ঘটিকার সময় মাদ্রাসার বেজমেন্টের মাটিকাটা কাজ উদ্বোধন করেন, জানা যায় ওয়াদা করার পর সয়েল টেস্ট, ইঞ্জিনিয়ারিং ড্রইং, সহ বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে আজ বেজমেন্টের মাটি কাটার জন্য, মাটি কাটার মেশিন নিয়ে কাজটি উদ্বোধন করেন। শুরুতেই কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কাজটি শুরু হয়, জাকির হোসেন জানান আমি যত দ্রুত সম্ভব এখানে ৫ তলা মাদ্রাসা ভবন দৃশ্যমান করব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উজানী পীর সাব হুজুরের জামাতা, প্রতিষ্ঠাতা, মুহতামিম ও সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, এবাদুল্লাহ মুক্তার, দুলাল মিয়া, আমজাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।