জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবু হানিফকে নৌকা প্রতীকে দেখতে চায় এলাকাবাসী

জাতীয়
আসন্ন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা শ্রমিকলীগের বর্তমান সহ-সভাপতি, তরুণ সমাজ সেবক  মো. আবু হানিফের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে পৃথক পৃথক মিছিল প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল রাত ৮ টায় ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের উদ্যোগে ঝরঝরিয়া গ্রামের চেয়ারম্যান প্রার্থী মো. আবু হানিফের বাড়ি সংলগ্ন মাঠে এক বিশাল মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সেনা সদস্য হাজী আব্দুস সালাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, সহ সভাপতি মহসিন মিয়া, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ, সহ সভাপতি মো. আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু,
নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো রইছ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট্য শালিশী ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান, হাজী রহমত আলী, আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, ইউপি-সদস্য নজরুল ইসলাম মানিক, আনোয়ার মাষ্টার, মাইনুল ইসলাম, খুরশেদ মিয়া, নজরুল ইসলাম, লিউ মারাক, অবসরপ্রাপ্ত বিডিআর তাহের আলী, আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা, তোফায়েল আহমেদ, রফিকুল ইসলাম, সেলিম আহমেদ, শাহীনুর বীর মুক্তিযোদ্ধা হাজী বজলুর রহমান, হাজী মজিবুর রহমান, সৈয়দ আলী, সিদু মিয়া, শাহজাহান, মোস্তফা খন্দকার, আব্দুল কাদির, কমর উদ্দীন, শাহ আলম, শিক্ষক আলীম, মাসুক মিয়া, সমাজসেবক আওয়ামীলীগ নেতা রইচ মিয়া, ইউপি-সদস্য ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন, হাজী হাসমত আলী, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদার সুমন, কলেজ ছাত্রলীগ কর্মী মনির হোসেন, মো রায়হান আহমেদ, মো আলমগীর হোসেন, নুরুজ্জামান, ইয়াছিন মিয়া, সুহেল রানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে আবু হানিফকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ঘোষণা করলে বিপুল ভোটে জয় লাভ করবে।
Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.