রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী নরদাশ উচ্চ বিদ্যালয় এর মাঠে আন্তজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, আন্তঃ জেলা ফুটবল ফাইনাল খেলায় স্বাগতিক বাগমারা একাদশকে ১-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয় কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। বিভিন্ন এলাকার ফুটবল প্রেমি দর্শকদের মিলন মেলায় পরিনত হয় বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী নরদাশ উচ্চ বিদ্যালয় এর মাঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন কিশোর একাডেমির শান্ত।প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাগমারা ৪ আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ পৌরসভা মেয়র আব্দুল মানিক পটল,বাগমারা থানা অফিসার ইনচার্জ মুস্তাক আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।