গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা কালীন
সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা ও গরীব দুস্থ্যদের মাঝে শীত
বস্ত্র বিতরণ করেছে বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় কোটালীপাড়ার ছত্রকান্দা গ্রামের স্বর্গীয় বুদ্ধিমন্ত
মল্লিকের ছেলে গোবিন্দ মল্লিকের বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
ওই এলাকার প্রায় ৬ শত দুস্থ্য ও অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা
হয়েছে।
কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এ
আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রাধন অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র মোহাম্মদ আহম্মেদ
হোসেন মির্জা, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ টুটুল, কোটালীপাড়া পৌর মেয়র
কামাল হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ
আয়নাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,
স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: উত্তম কুমার বড়ুয়া,
বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, গোপালগঞ্জ শেখ
ফজিলাতুুন্ধসঢ়;নেসা সরকারী চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা:
শরিফুজ্জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান সুষেন সেন, হিরন ইউপি চেয়ারম্যান
কিবরিয়া দাড়িয়া, পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদার প্রমুখ
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন এস এম গোলাম হায়দার।