দক্ষিণ সুরমা উপজেলার সমাজ কল্যাণমূলক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজিগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেণ্টারে স্থানীয় শীতার্তদের মধ্যে ২শ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী নূর উদ্দিন নুনু মিয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন তরিকুন নেছা ফাউণ্ডেশনের বাংলাদেশ টিমের সদস্য আনছার মিয়া, মতিউর রহমান, ডা. রিয়াজ আহমদ শুভ, জুবেল আহমদ রাজু মিয়া, কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের মহতী উদ্যোগের জন্য সামাজিক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশন এবং ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সুহেল আলীসহ সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য : সমাজ কল্যাণমূলক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশন ইতোমধ্যে দক্ষিণ সুরমা উপজেলায় টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।