মেঘনায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ অনুষ্ঠিত।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

মুজিববর্ষে কোভিড ১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মেঘনা উপজেলা খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২০ আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয় এর আয়োজনে নিরাপদ খাদ্য আইন ২০১৩ বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকরা নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (মিশন), বাংলাদেশ নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, খাদ্য ব্যবসায়ীর পালনীয় প্রশাসনিক বিষয়াবলী, খাদ্য দ্রব্য মজুদ ও সংরক্ষণ, শাকসবজি ও ফল-মূলে ফরমালিন আতঙ্ক!!,এই বিষয়গুলো নিয়ে আলোচনা। খাদ্য নিরাপদ রাখার পাঁচটি চাবিকাঠি অভ্যাস করি সুস্থ থাকি এমন স্লোগান এর লিফলেট বিতরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ মেঘনা কুমিল্লা, উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান সহকারি ভূমি, মোঃ আবদুল মজিদ অফিসার ইনচার্জ মেঘনা থানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.