কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার প্রধান স্বাক্ষীর বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি বসত ঘর সেইসাথে ঘরে থাকা আসবাবপত্র স্বর্ণালঙ্কার টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
অভিযোগ থেকে জানাযায়,
দাউদাকন্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের আবু কালাম হত্যা মামলার প্রধান স্বাক্ষী কে বাড়িতে না পেয়ে তার বসতঘর মালামালসহ পুড়িয়ে দিয়েছে হত্যা মামলার বিবাদীরা।
এ ঘটনায় রোববার দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্হ পরিদর্শন করেছেন।এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ১০,১২ জনকে আসামি করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মোঃ ইব্রাহিমের বৃদ্ধ মাতা হোসনেয়ারা বেগম বলেন, শনিবার গভীর রাতে কালাম হত্যা মামলার আসামী বাড়িতে ঢুকে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরে আটকিয়ে পেট্টোল মেরে আমার ছেলে ইব্রাহিমের ঘর জ্বালিয়ে দেয়।
আবু কালাম হত্যা মামলার প্রধান স্বাক্ষী ইব্রাহিম বলেন, এ হত্যা মামলার স্বাক্ষী হবার পর থেকে আসামীরা জামিনে এসে আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
উল্লেখ্য গত ৩০ জুলাই হাসনাবাদ ভিটিকান্দি নিজবাড়ির উঠানে পূর্ব শত্রুতার জের ধরে আবু কালাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে।
আবু কালাম হত্যা মামলার বাদী ইসমাইল হোসেন ও তার পরিবার সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘদিন যাবত বাড়ি ছাড়া।