চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা ও নিজের অবস্থান জানান দিতে মোটর সাইকেল শোডাউন করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু।
রবিবার ৬ ডিসেম্বর,বিকেলে হিজলগাড়ী স্কুল মাঠ থেকে মোটর সাইকেল নিয়ে নিজের সমর্থকদের নিয়ে ৯ টি ওয়ার্ডের গ্রামের প্রধান সড়ক পদক্ষিন করে বাজার মোড়ে পথ সভায় মিলিত হয়।এ সময় সাইফুল আজম মিন্টু বলেন,আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের মাঝে আসব,দোয়া ও ভোট দিয়ে নির্বাচিত করলে নবগঠিত নেহালপুর ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এলাকার সর্বস্তরের জনগণ সহ যুব সমাজকে সাথে নিয়ে কাজ করবো। হিজলগাড়ী,বোয়ালিয়া ,দোস্ত, কোটালি,বাজারকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা অব্যাহত রাখব।
তিনি আরো বলেন,চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নের প্রয়োজনীয় ব্যবসথা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত নেহালপুর ইউনিয়নের আহবায়ক মোবারক হোসেন, মিল্টন,মীর মফিজ,মীর রাজিব,পিনা, নুহু নবী, আবুবকর,সিমুল হোসেন,আলী কদর ডা.কামাল প্রমুখ।