কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৫০টি হিন্দু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ এম রায়হান শাহ্। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চিলমারী শাখার সভাপতি ডাঃ সলিল কুমার বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবনসহ খাদ্য সামগ্রী।