বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে অনুষ্ঠিত উপনির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’জন প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান (টিউবওয়েল) ৪শ ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী আবজল মিয়া তালুকদার (ফুটবল) পেয়েছেন ২শ ৬২ভোট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পশ্চিম ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালন করেন মো. সাইফুল ইসলাম এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মো. আসিদ আলী। নির্বাচন চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ ম-ল, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ) মুরাদ উল্লাহ বাহার, উপজেলা নির্বাচন অফিসার সোহবার হোসেন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস প্রমুখ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য : স্থানীয় ইউপি সদস্য আব্দুল মনাফ বুরোর মৃত্যুতে সাধারণ সদস্য পদ শূণ্য ঘোষণার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।