দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সংলগ্ন বড়পুকুরিয়া কয়লা খনির সন্নিকটে রসুলপুর নামক স্থানে ট্রেনে কাটাপড়ে এক অজ্ঞাত যুবক (২২) নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় রেল লাইন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বলেন বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় ট্রেনে কাটে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় বাসীন্দাদের মাধ্যমে খবর পেয়ে, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।