তিতাসে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা তিতাসে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপাপ্ত মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালার উদ্দেশ্য, পেক্ষাপট ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
এসময় আরো উপাস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান মিতু, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী প্রমূখ। এছাড়াও কর্মশালায় অংশগ্রহন করেন জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ।