দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রামীন সড়কে তালবীজ রোপন কর্মসূচি শুরু করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার সকাল ১১ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অ¤্রবাড়ী গ্রামের রাস্তায় তালবীজ রোপন করে এই কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন। এসময় তিনি তালবীজ রোপন করতে স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করতে অ¤্রবাড়ী রাস্তায় র্যালী করনে।
ফুলবাড়ী উপজেলাসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় একযোগে এই তালবীজ রোপন কর্মসূচি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঞা। ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
তালবীজ রোপন কর্মসূচির শুরু ও ভিডিও কনফারেন্সে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলওয়ার হোসেন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুল ইসলাম স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ