নওগাঁর সাপাহারে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডলের সভাপতিত্বে তিলনা ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) কল্যাণ চৌধুরী, এ প্রশিক্ষণ বাস্তবায়ন করেন। এতে তিলনা ও গোয়ালা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য-সদস্যা, শিক্ষক, সাংবাদিক সূধীজন সহ প্রায় দুই শতাধিক ব্যক্তি অংশ নেন।
এসময় ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।