কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবা ট্যাবলেটসহ মো. হানিফ মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম ফরিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদের সহায়তায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ী হানিফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন । হানিফ মিয়ার বাড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রমে। ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, মাদক ব্যবসায়ী হানিফ মিয়াকে আটক করে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের সাথে যোগাযোগ করে তাকে থানায় সোপর্দ করা হয়। হানিফ মিয়ার নামে একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। তাকে আটক করার পর থেকে তার পরিবারের সদস্যরাসহ আত্মীয় স্বজন তাকে হুমকি ধমকী দেওয়ায় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও থানা পুলিশের সাথে আলোচনা করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর ইউনিয়ন পরিষদে এক সংবাদ সন্মেলনের আয়োজন করেছেন।