নিজের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত দাউদকান্দি উপজেলার সর্বসাধারণের সেবক হিসেবে কাজ করে মানুষের পাশে থাকতে চাই এমন কথা বলেছেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলার মাইজপাড়া দীঘিরপাড় গ্রামে দাউদকান্দি উপজেলায় করোনাভাইরাস (COVID-19) প্রতিরোধে করণীয় ও জনসচেতনতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসবব কথা বলেন। দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় সঞ্চালনায় ছিলেন, সমাজসেবক মো. মাইনুদ্দিন সিকদার। এসময় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আক্রমণ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা এর প্রতিরোধে এখন পর্যন্ত সফল হয়েছি। ইনশাআল্লাহ আমরা আগামি দিনগুলোতেও সফল হবো। বাংলাদেশসহ সারা বিশ্ব যেভাবে করোনার প্রভাব পড়েছিল তার থেকে দাউদকান্দিবাসীকে আল্লাহ অনেক হেফাজতে রেখেছেন বলে শুকরিয়া আদায় করেন। এছাড়াও করোনার দ্বিতীয় ধাপে সবাইকে তিনি স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসংগে বলেন, আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে নয়, “জনতার সেবক” হিসেবে দাউদকান্দিবাসীর পাশে থাকতে চাই। জনগণ আমাকে ভালোবাসে। আমিও জনগণের ভালবাসার প্রতিদান হিসেবে নিজের সর্বোচ্চ দিয়েই সেবা করার প্রাণপন চেষ্টা করি।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা বাসুদেব ঘোষ, হাবিব মাস্টার, কুমিল্লা উত্তর জেলা সভাপতি রকিবউদ্দিন রকিব, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, উপজেলা আওয়ামী লীগ সদস্য নোমান মিয়া সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ আলম, উপজেলা মৎস্য লীগ সভাপতি লোকমান মুন্সি,দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,পৌর যুবলীগ নেতা খাজা প্রধান, মুরাদ চৌধুরী সুমন,পৌর ছাত্রলীগ সভাপতি রাজিব মোল্লা, পৌর শ্রমিকলীগ সভাপতি আবু সায়েম বাবু, সাধারণ সম্পাদক মিজান প্রধানসহ দাউদকান্দি উপজেলা/পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর প্রসংশা করে বলেন, করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি জেনেও নিজ পরিবারকে ছেড়ে যেভাবে মেজর (অব.) মোহাম্মদ আলী কাজ করে গেছেন, তাতে আগামী নির্বাচন নয় আজীবন তিনি দল-মত নির্বিশেষে সকলের নয়নের মনি হয়ে মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন তাঁরা।