কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহ্ আলম প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা কুলিয়ারচর থেকে মাধক, জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মুলে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাসীর প্রতি আহব্বান জানান।