সামনের চাকা কাজ করেনি, তবুও নিরাপদে বিমানের অবতরণ
Error: Contact form not found.
বিমানের সামনের চাকা বা ল্যান্ডিং গিয়ার কাজ না করা সত্ত্বেও ৮৯ আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেন পাইলট। রোববার মিয়ানমারের মান্দালয় বিমানবন্দর এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, দেশটির সরকারি বিমান সংস্থা মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ইয়াঙ্গুন থেকে মান্দালয় বিমানবন্দরের উদ্দেশ্য ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর পাইলট বুঝতে পারেন বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়েছে। তা নিশ্চিত হওয়ার জন্য বিমানটিকে বেশ কয়েকবার ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে দিয়ে উড়িয়ে নিয়ে যান।
নিরাপদে অবতরণে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে দ্রুত বিমানের জ্বালানি ফেলে দেন পাইলট। এর কিছুক্ষণ পরে সামনের চাকা ছাড়াই বিমানটিকে রাওয়েতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় তিনি। এ ঘটনায় বিমানের যাত্রীরা অক্ষত রয়েছেন। এমন দক্ষতার কারণে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন বিমানের পাইলট। সময় টিভি