“সেবাই প্রথম” এ স্লোগানকে সামনে রেখে দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুলিয়ারচর শাখার উদ্যোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২শত অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অফিস কক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ আজিজুল হক, দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কুলিয়ারচর শাখা ব্যবস্থাপক সুপ্রিয় কুমার দাস, থানার এএসআই সাকিবুল, ব্যাংক এর উপ-শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল হুদাসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ টি বড় লাইফবয় সাবান প্যাকেটজাত করে বিতরণ করা হয়।