ওসমানীনগর উপজেলার খন্দকারবাজারে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খন্দকারবাজারস্থ খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্যে বসবাসরত তরুণ সমাজকর্মী মাওলানা হাবিবুর রহমান ফয়সলের বিবাহ উপলক্ষে খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত ১০টায় শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে খন্দকারবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। খন্দকার বাজারস্থ শহীদ আরমান সাহিত্য সংসদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সিকন্দর আলী। সংস্থার সহ সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আমিনুর রহমান তুয়েল। অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, খন্দকার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, যুবনেতা ফজল আহমদ জনি। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল হোসাইন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুসননমকী মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সুহাইল সিদ্দিকী, সংস্থার উপদেষ্টা সদস্য আব্দুল মুকিত, কামাল আহমদ, ফারুক মিয়া, সাবেক সহ-সভাপতি আবু তালিব শাজান, হাফিজ হিফজুর রহমান, অর্থ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আবরার আহমদ আব্দুল আলী, প্রতিষ্ঠাতা সদস্য বেলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন, সহ প্রচার সম্পাদক ফয়সল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন তারেক, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, অফিস সম্পাদক মো. নূরুল ইসলাম, সদস্য হাফিজ শাহাব উদ্দিন, আনহার হোসাইন, শামিম আহমদ, আলবাব আহমদ, মুক্তার আলী, খন্দকার বাজারের ব্যবসায়ী মো. দিলু মিয়া, সেবুল মিয়া, শাহ ইমন এবং মাওলানা হাবিবুর রহমানের ছোট ভাই সংস্থার সহ অর্থ সম্পাদক আমিনুর রহমান জুনেদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংস্থার সভাপতি মাওলানা সিকন্দর আলী। এদিকে খন্দকারবাজারস্থ খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাজ্যে বসবাসরত তরুণ সমাজকর্মী মাওলানা হাবিবুর রহমান ফয়সলের বিবাহ উপলক্ষে তার বন্ধুমহল এবং খন্দকারবাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে গত বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ নূরউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নুল আবেদিন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, খন্দকার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, যুবনেতা ফজল আহমদ জনি, ব্যবসায়ী মো. আব্দুল গফফার, জাহেদুল ইসলাম, মনসুর আহমদ, সামছুর রহমান, সেবুল মিয়া, কবির উদ্দিন প্রমুখ।