আন্তর্জাতিক অপরাধ আদালতের দুই কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

আফগানিস্তানে যুদ্ধাপরাধে জড়িত মার্কিন সেনাদের বিচার করায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফতু বেনসুদা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ফাকিসো মোখোচোকোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল বুধবার স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আইসিসি কার্যক্রম শুরু করার পর অনেক রাষ্ট্রই একে স্বীকৃতি দেয়নি এবং আদালতটি দুর্নীতিগ্রস্ত।

যদিও বাস্তবতা হলো, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০০২ সালে জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করা হয়। এবং এ আদালতকে সমর্থন দেয় যুক্তরাজ্যসহ ১২৩টি রাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া তাতে যোগ দেয়নি।

এদিকে আইসিসির কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভয়াবহ অপরাধের মতো অপকর্মের বিচারে বাধা দিয়ে লজ্জার নতুন অধ্যায় তৈরি করল যুক্তরাষ্ট্র।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নিপীড়নের যুদ্ধাপরাধ মামলাও রয়েছে  আন্তর্জাতিক অপরাধ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.