প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইউপি সদস্য লায়েছ মিয়া।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

গত ৩১ আগষ্ট ৮:০৫ এএম সময় মোহাম্মদ আরীফুল ইসলাম নামক একটি ফেসবুক আইডি থেকে পোষ্ট করা অনলাইন পল্লী টিভিতে প্রকাশিত “দিন দিন কুলিয়ারচরে বাড়ছে মাদক সেবন ও বিক্রি, বিশেষ করে ইয়াবায় ছেয়ে গেছে সমগ্র কুলিয়ারচর” শিরোনামে একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২নং রামদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লায়েছ মিয়া। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব কথা উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরো উল্লেখ করেন আমি স্থানীয় রামদী ইউনিয়ন পরিষদ এর দু’বারের নির্বাচিত একজন সদস্য । আসন্ন নির্বাচনে আমি পূণরায় রামদী ইউপি সদস্য পদে প্রার্থী হবো জেনে সমাজের একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রতিহিংসা বসত আমার ইমেজ ও মানসম্মান খুন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন টিভিতে ও ফেসবুকে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । পাশাপাশি সংবাদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.