মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ভূমিহীনদের মাঝে খাস জমির কবুলিয়াত বিতরণ।

চট্টগ্রাম বিভাগ কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভূমি সেবা সহজিকরনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন তহসিল অফিসে ল্যাপটপ, ‘‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনিমাণ’’ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের কবুলিয়াত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২১টি ইউনিয়ন তহসিল অফিসে ল্যাপটপ, ৪টি গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ১৪টি ভূমিহীন পরিবারের মাঝে খাস জমির কবুলিয়াত বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সাইফুল ইসলাম কমল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল জাহাংগীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহাম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমুখ। বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলার কামাল্লা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন তহসিল অফিস, ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্র, আমার বাড়ি আমার খামার প্রকল্প, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও উন্নয়নমূলক প্রকল্প এবং সম্প্রতি উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের গোমতী বেড়িবাঁধের দুপাশের অবৈধ দখলদারদের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ডের উদ্ধারকৃত জমি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.