সান্তাহার রেলওয়ে থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিনব কায়দায় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বহনের সময় ১ মাদক কারবারি কে আটক করেছেন। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী আতিক হোসেন (৩৫) নামের কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের এক যাত্রীর শপিং ব্যাগ গোপন সংবাদের ভিত্তিতে, তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আতিক জয়পুরহাটের শান্তিনগর রেল কলোনীর কলেজ রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। রবিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সান্তাহার জিআরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী সাংবাদিকদের জানান, রবিবার বিকেলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর স্টেশন অতিক্রম করার সময় ওই যাত্রীর কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।