বাংলা ভিশন টিভির সাবেক কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম- সাধারন সম্পাদক ও মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৪২) বুধবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘোড়াশাল শশুর বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর ঘোড়াশাল প্রথম জানাযা ও বাদ মগরিব নিজ গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।সাংবাদিক দেলোয়ার হোসেনের অকাল মৃত্যুতে মুরাদনগর প্রেস ক্লাব, বন্ধু সংগঠন, মৈত্রি মুরাদনগর’সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।