দেশের ক্রান্তীকালীন যেকোনো বিপর্যয়ে সামর্থ্যের সর্বোচ্চ টুকু উজাড় করে দিতে বদ্ধ পরিকর উদ্দীপ্ত তরুণ ।
মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সার্বিক সহযোগিতায় উদ্দীপ্ত তরুণ এর ১ টাকায় বাজার লুটেরচর ইউনিয়নে।
গ্রামাঞ্চলে অনেকেই দান নিতে সংকোচ করেন, তাঁদের মাঝে এক টাকায় পণ্য বিক্রি করা হয়। পুরো ব্যাগ বাজার নিয়ে গেছেন এক টাকা মুল্য দিয়ে লুটেরিচর থেকে।
ফলে দান নয়, কেনা পণ্যে আহার হচ্ছে – এই গর্বটা তাঁরা বহন করে নিতে পারেন।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।