কুমিল্লার মেঘনা উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ পোনা মুক্ত জলাশয় অবমুক্তকরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ ০৭ ২০২০ খ্রিস্টাব্দ সোমবার বেলা ১১:৩০ মিনিট এর সময় উপজেলা কনফারেন্স রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বড়কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহিম এর এর সঞ্চালনায়। মেঘনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নূর মোহাম্মদ মোহাম্মদ রাসেল এর সভাপতিত্বে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোসলেম উদ্দিন মোসলেম , সদস্য সচিব ডক্টর আহসানুল আলম সরকার (কিশোর ) উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী (সুমন), মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ইতালি, অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক লীগ সুসংগঠিত করার লক্ষ্যে গঠনমূলক ও দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন । এ সময় উপস্থিত ছিলেনঃ মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মোঃ শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য শেখ ফরিদ উদ্দিন (শেকু), আওয়ামী লীগ নেতা হুমায়ুন মৃধা, চালিভাংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল্লাহ সরকার, মেঘনা উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কাইয়ুম হোসেন, চালিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, সদস্য সচিব শফিকুল ইসলাম (স্বপন), মানিকারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান (হাবিব), রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ বাতেন সরকার, প্রমুখ।