দেশের ক্রান্তিকালে ও করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সর্বসাধারণের সেবায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার রাতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাক্রান্তদের দেখতে ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় একথা বলেন। দাউদকান্দি উপজেলার করোনা ক্রান্তিকালে উপজেলা ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্ট প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে মানুষের সেবায় যেভাবে কাজ করেছে তা দাউদকান্দিবাসী চিরদিন মনে রাখবে। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন করোনা ভাইরাস প্রতিরোধে একজন সত্যি কারের দেশ প্রেমিক হিসেবে জনগণের পাশে ছিলেন, তার সহযোগিতায় নির্মিত কুমিল্লা জেলায় সর্বপ্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হওয়ায় এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় যুগান্তকারী ভূমিকা রাখবে। এছাড়াও করোনাকালে কৃষকের পাশে থাকায়, অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির আগমনে উপজেলা ছাত্রলীগের কাজের প্রাণসঞ্চার জোগাবে। বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সেরা একটি ইউনিট দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ আমার জনগণের সেবা কার্যক্রম আরও ত্বরান্বিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তারিকুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইঞ্জি: আব্দুস সালাম, মোঃ নোমান মিয়া সরকার, উপজেলা যুবলীগ নেতা জায়েদ আহমেদ জুলহাস, মো: হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, মো: ইয়াছিন, মো: আবু মূসা প্রধান, মো: রোমান হোসেনসহ উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।