সোমবার ২০ জুলাই সকাল আনুমানিক ৬ ঘটিকার সময় মধ্যবর্তী সময়ের ভিতর সকালে ভোরে দেখতে পান জগতপুর গ্রামের ১ ম দশানি পাড়ার ৫/৬ বন্ধুর প্রজেক্টের সকল মাছ মরে ভাসতে থাকে ৬ জন যুবক মিলে এই প্রজেক্টটি করেছিলেন।
জানা যায় তাদেরই এক বন্ধু তাদের সাথে মন মালিন্য হলে সোহেল নামের বন্ধুটি পুকুরে বিষ দিয়ে সকল মাছগুলো কে মেরে ফেলে।
তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন মোঃ জসিম উদ্দিন(২৬) পিতা মৃত কফিল উদ্দিন গ্রাম জগতপুর ১ ম দশানি পাড়া।
এ ব্যাপারে তিতাস থানায় একটি অভিযোগ করা হয়, প্রধান অভিযোগ করা হয় মোঃ সোহেল মুন্সিকে (২৬) পিতা আবদুর রাজ্জাক, তোলা বেগম ৪০ স্বামী মৃত ফজলু মিয়া,মানিকা বেগম ৫০ স্বামী আবদুর রাজ্জাক, সর্ব সাং জগতপুর ১ ম দশানি পাড়া, অজ্ঞাত আরো ৩ জন, তিতাস কুমিল্লা।
জসিম উদ্দিন জানান মোহাম্মদ সোহেল মুন্সি এলাকায় একজন দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত সে বিভিন্ন ভাবে মানুষকে ভয়-ভীতি দেখান।
সে সব সময় রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন, তার বিরুদ্ধে কেউ কিছু বললে প্রাণনাশের হুমকি প্রদান করে।
আমাদের প্রজেক্ট এর প্রায় আড়াই লক্ষ টাকার মাছ সে বিষ প্রয়োগে হত্যা করে, মাছমারা কে কেন্দ্র করে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে আমাকে হত্যার হুমকি দেয় এবং আমাকে দেখে নিবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
আমরা সুষ্ঠু বিচার চাই আইন সংস্হার মাধ্যমে, আমরা এলাকায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, আমরা আশা করব প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।