বগুড়ার আদমদীঘি থানার দুই পুলিশ সদস্যসহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘিতে পুলিশ সদস্যসহ আক্রান্ত ৪ আদমদীঘিতে পুলিশ দস্যসহ আক্রান্ত ৪ তিনি জানান, গত ১৪ জুলাই ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো এরমধ্যে ৪জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তবে আক্রান্তদের সকলের উপসর্গ রয়েছে। তাদের সকলকে নিজ বাসায় আইসোলশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪জনে পৌঁছালেও ২৬জন সুস্থ্য হয়েছেন। নতুন আক্রান্তদের সমস্যা দেখা দিলে হাসপাতালে নেয়া হবে বলেও তিনি জানান।