কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে দক্ষিণ কান্দি চকের বাড়ি ও চাওলাঘাটার একমাত্র আসা যাওয়ার রাস্তা’টি বৃষ্টির কারণে দীর্ঘ কয়েক দিন যাবৎ রাস্তাটি চলার অকেজো হয়ে পড়েছিল গাড়ী তো দুরে থাক মানুষই ঠিকমতো চলতে পারতেছিলো না, যার কারনে সাধারণ মানুষ চরম ভোগান্তি’তে পরে।তার পর স্বপ্নযাত্রী গোবিন্দপুর ইউনিয়ন (সেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়।
“”চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে””এই স্লোগানকে সামনে রেখে এক এর পর এক সামাজিক কাজ করে যাচ্ছে “স্বপ্নযাত্রী গোবিন্দপুর ইউনিয়ন”(সেচ্ছাসেবী সংগঠন) টি।
এই সংগঠনের উদ্যোক্তা এস এম রাহাত আনাম (কনক) এর পরিচালনায় কাজটি শেষ হয়।
এই সব উপস্থিত ছিলো সংগঠনটির সদস্য সাইফুল ইসলাম,মাসুম রানা,জি এম সালাউদ্দিন,হোসেন মোল্লা,শাওন সরকার ও আবু তাহের।