বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বকুল হোসেন এর বাবার কবর জিয়ারত ও তার পারিবারের খোঁজ খবর নেওয়ার জন্য বুধবার সকাল ১১টায় বকুলের মুরইল গ্রামের বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন আদমদীঘি থানা যুবদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও আদমদীঘি থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সুলতান মাহমুদ চ ল, জহুরুল ইসলাম, জুয়েল রানা, যুবদল নেতা আরিফুল হক রোমান, সিহাব চৌধুরী, আনোয়ার হোসেন জীবন, শাহাজালাল মাহমুদ চপল, রুহুল আমিন, আলম হোসেন, আব্দুর রউফ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান, ছাত্রনেতা মহিবুল ইসলাম সাকিব, সান্তাহার পৌর ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, আবু সাঈদ মীম, রাহুল হোসেন, সিহাব হোসেন, রিদয় আহম্মেদ, আল আমিন সহ বিএনপির, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তাঁর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।