রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ৪৬ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। কামরাঙ্গীরচরের রসুলপুর থেকে শুক্রবার তাদের আটক করা হয়।
ডিএমপি উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, তাদের কাছ থেকে ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটকদের একজন জাল টাকা তৈরির আন্তঃজেলা চক্রের দলনেতা।
পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে জালনোট ছাপানো হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন জায়গায় এসব নোট লেনদেন হতো।
সূত্রে: independent24