কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) করোনা কালিন দেশব্যাপী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য “করোনায় স্বেচ্ছাসেবী ” নিয়োগ দিয়েছে কতৃপক্ষ।
১ জুলাই ভোলা জেলার করোনায় স্বেচ্ছাসেবী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারীর জুবায়ের কে জেলা সমন্বয়ক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
কনসাস কনজুমার সোসাইটির বর্তমান সভাপতি জনাব পলাশ মাহমুদ বলেন, আমরা করোনা ভাইরাসের সেবায় সি,সি,এস এর পক্ষে প্রতিটি জেলায় দায়িত্ব দিয়েছি। জারীর জুবায়ের কে ও ভোলা জেলা সমন্বয়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জারীর জুবায়ের বলে, আমি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শেম্ভুপুর ইউনিয়নের হাজী খোরশেদ আলমের ছেলে। আমাকে সিসিএস এর ভোলা জেলা সমন্বয়ক করা হয়েছে। আমি দ্রুত উপজেলা কমিটি করেই করোনার সেবায় প্রস্তুুত থাকব।