চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগরের আদিবাসী ও দাস সম্প্রদায়র ১৫০টি পরিবারর মধ্য পুষ্টিমান সম্পন্ন খাদ্য উপহার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ইয়থ এ্যাসম্বলী গ্রুপ এর মাধ্যমে ওয়েভ ফাউন্ডশনের সহযাগিতায় পৃথক তিনটি স্থানে পুড়াপাড়া আদিবাসীপাড়া ও ফকিরপাড়ার দাসপাড়ায় পুষ্টিমান সম্পন খাদ্য উপহার বিতরণ করা হয়। এসব খাদ্য উপহারের মধ্য ছিল চাউল, আটা, আলু, ডাল, পেয়াজ, লেবু, ডিম, সাবান ও মাস্ক। খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌরসভার প্যানল মেয়র রবিউল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী ভুমি কমিশনার মহিউদ্দিন। প্রধান অতিথি আদিবাসীদর উদ্যেশে বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। প্রতিনিয়ত সরকারের যা নির্দেশনা আছে তা মেনে চলতে হবে। এছাড়া এ খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলন ওয়েভ ফাউন্ডশনের কিতাব আলী, কামরুজ্জামান যুদ্ধ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগর সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ।