কুমিল্লার হোমনায় গণ পাঠাগারের সৌজন্যে নির্মিত তাপমাত্রা নির্ণয় ও জীবাণুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার সময় গণ পাঠাগারের পরিচালক আবদুস সালাম ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে নির্মিত টানেলটি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেইটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।
এই সময় আরোও উপস্থিত ছিলেন পৌর মেয়র এড.মো. নজরুল ইসলাম, ভাইস- চেয়ারম্যান মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ঘাদানি কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুস ছালাম সিকদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শহিদুল্লাহ , উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জমান, উপজেলা তাতীলীগের সভাপতি হারুন অর রশিদসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।