ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পদ্মামনসার কোতোয়াল বাড়ি হইয়া চরের বাড়ির মিলন হাওলাদার বাড়ির পাশের রাস্তাটি চলাচলের খুবই ব্যাহত হয়ে পড়ছে।
রাস্তাটি গত এক বছর আগে ওই এলাকার চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাজী ইট দিয়ে নির্মাণ করেন।সেখানে 200 ফিট রাস্তা এখন চলাচল একটু ব্যাহত হয়ে পড়ছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিনই অনেক মানুষ যানবাহনসহ ব্যাপক ভাবে চলাফেরা করে।বর্তমানে বৃষ্টির কারণে রাস্তাটি কাদায় নষ্ট হয়ে যায়। মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়াতে যাতে খুবই সমস্যা হচ্ছে তাই কাচিয়ার পদ্মামনসার সমস্ত মানুষ রাস্তাটি মেরামতের জন্য দাবী জানাচ্ছে।