কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন কাজের আওতায় এলজিইডি’র বাস্তবায়নে বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর হেদায়েত উল্লাহ মেম্বারের বাড়ি হইতে ভূঁইয়া বাড়ির মসজিদ অভিমুখে রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করে কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসাইন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।