চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া সদ্য দখলকৃত কুমার নদী অবশেষে দখলমুক্ত হলো।
সদ্য খননকৃত কুমার নদীতে মাছ চাষ করা কে কেন্দ্র করে দুটি গ্রাম সংঘর্ষময় পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছিল।অবশেষে কুমার নদীকে অবমুক্ত করতে বাধ্য হলো নদী দখলকারীরা।
গত কয়েকদিন ধরে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রাম এবং কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আ লীগের সাধারন সম্পদ হামিদুলের নামে নদী দখল করাকে কেন্দ্র করে চরম আতংক বিরাজ করছিল নদীর দুইপাড়ের গ্রামের জনগনের মাঝে। অবশেষে জনগনের বাঁধার মুখে পড়ে এবং আজ রবিবার দুপুর ১২টার দিকে উভয় জেলার এডিসি মহাদয়,ওসি মহাদয়, ইউএনও মহাদয় ও এসিল্যান্ড মহাদয়ের উপস্থিতিতে নিষ্পত্তি হলো এই বিবাদমান নদী দখলকরন।
উক্ত মিটিংএ উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসিকুর রহমান ওল্টু,সাধারণ সম্পাদক আয়নাল হক,হারদী ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব নরুল ইসলাম,মিজানুর রহমান মধু,৪নং ওয়ার্ড ইউপি সদস্য মুনতাজ আলী, রুবেল মাস্টার এবং গ্রামের মুরুব্বীগন।
এলাকার জনসাধারণ ধন্যবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা এডিসি মহাদয়,আলমডাঙ্গা ইউএনও মহাদয়,আলমডাঙ্গা থানার ওসি মহাদয় এবং এসিল্যান্ড মহাদয়কে।