কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমী আক্তারের হাতে পরিচয়পত্র তুলে দিয়েছেন পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুক। আজ শুক্রবার (১২জুন) বিকালে কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরব বাজারস্থ সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকার কার্যালয়ে কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমী আক্তারের হাতে তিন বছর মেয়াদী পত্রিকার পরিচয়পত্র কার্ড আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ ও দৈনিক লাল সবুজের দেশ এর স্টাফ রিপোর্টার মোঃ নাদিম। কার্ড দেওয়ার সময় পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুক বলেন, তার পত্রিকাটি ১৩ বছর যাবত নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। পত্রিকাটির প্রকাশকাল থেকে এ পর্যন্ত অনেক যাচায় বাছায় করে ৩২ জন ব্যক্তিকে এ পত্রিকার প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে একমাত্র নারী সাংবাদিক হিসেবে মৌসুমী আক্তারকেও মনোনীত করা হয়। তিনি কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমী আক্তার সহ তার পত্রিকার সকল প্রতিনিধিকে উদ্দেশ্য করে বলে, আশা করি আপনারা সততার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে এ পত্রিকার মান আরো একধাপ এগিয়ে নিয়ে যাবেন। সংবাদ যেন হয় দেশের স্বার্থে, অসহায় নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে। এলাকার অপরাধ, বাল্যবিবাহ, ধর্ষণ, মাদক, জুয়া, ঘুষ-দূর্নীতিবাজদের বিরুদ্ধে। আপনারা সততার সহিত কাজ করলেই এ পত্রিকা দিন দিন সুনামের সহিত আরো এগিয়ে যাবে। সাপ্তাহিক জনপদ সংবাদ পত্রিকায় কুলিয়ারচর প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় সাংবাদিক মৌসুমী আক্তার পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করে বলেন, আমি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পত্রিকার মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব।