প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ঘর থেকে বেড় হলে অবশ্যই প্রত্যেককে মাস্ক পড়তে হবে। স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের এই উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাস্ক পড়ে ঘর থেকে বেড় হওয়া সবার জন্য বাধ্যতামূলক করতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে ডুমরাকান্দা বাজারে প্রচার-প্রচারণা চালানো হয়। বুধবার (১০ জুন) সকাল ১০ টার দিকে প্রচার-প্রচারণা চলাকালে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বাজারের প্রবেশ পথগুলোতে অবস্থান করে বাজারে আসা-যাওয়া ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়িয়ে দেয় এবং যাদের মুখে আছে তাদেরকে বলে দেয়া হয় পরবর্তীতে বাজারে প্রবেশ করলে অবশ্যই সবাইকে মাস্ক পড়ে আসতে হবে। এছাড়া একই সময় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খাঁন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে ঘোষণা দেন, আজকের পর থেকে মাস্ক ছাড়া কোনো ক্রেতা-বিক্রেতা বাজারে আসলে তাদের কাছে কোনো কিছু ক্রয়-বিক্রয় করা হবেনা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সবুজ মিয়া, সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন কামাল, কোষাধক্ষ্য মোঃ মোস্তাক খান, যুগ্ন-সম্পাদক মোঃ কাজল মিয়া, পরিচালক টু- মোঃ জুনায়েদ ও যুবলীগ নেতা মোঃ সায়েম ভূঁইয়া, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোঃ আমান উল্লাহ, উত্তর সালুয়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল মিয়া, মধ্য সালুয়া ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, দক্ষিণ সালুয়া ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহাগ মিয়া, উত্তর সালুয়া শেখ কামাল পরিষদের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ শহীদ উল্লাহ, ব্যবসায়ী মোঃ সেলিম সরকার, মোঃ ওয়াহাব মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ ফারুক মিয়া, মোঃ শফিক মিয়া, পলাশ মোদক ও নয়ন বর্মন প্রমুখ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দের ভিন্নরকমের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।