ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা, শামসুদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তি, গতকাল রাত আনুমানিক এক ঘটিকায়, উপজেলার ছোট মানিকা নামক স্থান হতে অপহৃত হয়েছেন। অপহৃত ব্যক্তির অভিযোগ, বোরহানউদ্দিন সদর উপজেলার, ওয়েষ্টার্ন পাড়াস্থ তার প্রায় ২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করতেই তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। অপহৃত শামসুদ্দিন মিয়া মোবাইল ফোনে জানান, গতকাল রাত আনুমানিক ১টার দিকে ছোট মানিকাস্থ তার বোনের বাড়ি থেকে ইভান মোল্লা, হাসান মোল্লা,কাশেম পঞায়েতসহ কয়েকজন তাকে ধরে নিয়ে, আটকে রেখে, স্ট্যাম্পে সই দিতে নির্যাতন চালায়। পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে, বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায়, অদ্য সকাল ৮ ঘটিকায় তাকে উদ্ধার করে, বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।