কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭জুন) দুপুরে উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর আলা উদ্দিনের বাড়ি হতে ইমরানের দোকান অভিমূখে ৬ লাখ টাকা ব্যয়ে ১২০ মিটার কাচা রাস্তা সিসি দ্বারা উন্নয়ন কাজ আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম সাজ্জাদ হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, নকশাকার উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) এম এ লায়েছ, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৃষ্টি এন্টারপ্রাইজ এর ঠিকাদার মোঃ এহ্সানুল করিম ড্যানী, আওয়ামী লীগ নেতা মোঃ আঙ্গুর মিয়া, কুলিয়ারচর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ মাইন উদ্দিন, মোছাঃ শুভ্রা, শাহীন সুলতানা, মৌসুমী আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাজটি বাস্তবায়ন করবেন, কুলিয়ারচর উপজেলা এলজিইডি অফিস।