তারই ধারাবাহিকতায় আজ সকাল ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত বাস চলাচল করবে বলে জানিয়েছেন ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি জনাব আক্তার মিয়া।
ভোলা জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ বলেন “আমরা সকল স্বাস্থ বিধি মেনে আমরা বাস চালনা করব।তবে প্রত্যেক বাসে হ্যান্ড স্যানেটারাইজস,জিবানু নাশক স্প্রে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাস চালনা করবে বলে জানিয়েছেন তিনি
তিনি আরও বলেন- “প্রতিটি বাসে ধারনকৃত আসনের অর্ধ্যেক যাত্রী বহন করবে অর্থাৎ কোন বাসে যদি ৫০ টি আসন থাকে তবে সে বাসে ২৫ জন যাত্রী বহন করবে। আগামীকাল ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে মাত্র ৮২ টি বাস চলাচল করবে।এছাড়াও ভেদুরিয়া,দৌলতখান,তজুমদ্দিন ও দক্ষিন আইচায় সিমিত আকারে বাস চলাচল করবে বলে জানিয়েছেন ভোলা জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ।
তবে এদিকে বাসে পর্যাপ্ত যাত্রী গ্রহনের নিষেধাজ্ঞা থাকায় পূর্বের ভাড়ার চেয়ে ৬০% ভাড়া বৃদ্ধি করেছে ভোলা জেলা বাস মালিক সমিতি।