দাউদকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবী আরিফ মাহামুদের নেতৃত্বে সুন্দলপুর মডেল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ২৮ মে ২০২০, বৃহস্পতিবার সুন্দলপুরে বিনাপারিশ্রমিকে কৃষকের পাঁকাধান কেটে দিয়েছে। ধান কাটার পর বিএনপি নেতা আরিফ মাহমুদ ও ছাত্রদল নেতারা মাথায় করে ধানের বোঝা কৃষকের উঠানে পৌঁছে দিয়েছে। বিএনপি ও ছাত্রদল নেতারা সৌজন্যমূলক ক্ষেতের পাঁকা-ধান কেটে বাড়ী পৌঁছে দেয়ায় কৃষকগণ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।
কৃষকের ধান-কাটায় নেতৃত্ব দেন এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন বিএনপি নেতা আরিফ মাহমুদ। আরিফ নিজের মাথায় করে কাটা-ধানের বোঝা কৃষকের বাড়ীতে পৌঁছে দিয়েছেন।
এই ধান-কাটা উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন, অন্যদের মধ্যে সুন্দলপুর মডেল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খন্দকার আরিফ হোসেন, গৌরীপুর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন খন্দকার, সুন্দলপুর মডেল ইউনিয়ন ছাত্রদল নেতা তুষার সরকার হাবিব, খন্দকার রিফাত, খন্দকার ইলিয়াস হোসেন মামুন ও শামীম প্রমুখ।