
২১ মে ২০২০, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বেশ কদিন ধরেই চেকপোস্টসহ বিভিন্ন রকম তৎপরতা চালিয়ে যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে অন্য দিনের তুলনায় আরো কঠোর অবস্থান গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলা ও দাউদকান্দি মডেল থানা, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের মহাসড়কে কঠোর নজরদারি, টহল ব্যবস্থা জোরদার এবং চেকপোস্ট করে জরুরী পন্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি ঢাকা- থেকে কুমিল্লায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং এক জেলা থেকেও অন্য জেলায় কোনো গাড়ি যেতে দিচ্ছে না
কুমিল্লা জেলা পুলিশের এডিশনাল এসপি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে পুলিশ। নিয়মিত চেকপোস্টের পাশাপাশি জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। ঈদের ছুটিকে কেন্দ্র করে জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন মহাসড়কে চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়য়ে থানা পুলিশ।