কুমিল্লা জেলার হোমনা উপজেলায় চলছে ১২ মে হতে ৩১ মে পর্যন্ত লকডাউন । পাশ্ববর্তী কয়েকটি উপজেলা বাঞ্ছরামপুর, তিতাস, মেঘনা, মুরাদনগর উপজেলায় করোনায় আক্রান্তের রোগী সংখ্যা অনেক বেশি এবং এই উপজেলাগুলোর জনগন বেশির ভাগ সময়ই হোমনাতে যাতায়ত করে থাকে। এ পর্যন্ত হোমনায় করোনা পজেটিভ রোগী সংখ্যা দুই জন। একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন আর একজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। হোমনার বিভিন্ন শপিংমলে ভোর সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহিলারা কাপড় ও কসমেটিকস কিনতে আসেন এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহঃস্পতিবার সকাল ৭ঃ০০ টায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর, চান্দেরচর, কাশিপুর, শ্রীপুর, ঘারমোরা ও হোমনা পৌর মার্কেটে সার্কেল এএসপি ফজলুল করিমসহ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এই সময় উপস্থিত মহিলা ক্রেতা এবং কাপড় বিক্রেতাদের মোবাইল কোর্ট এর আওতায় ৩৭,৯০০/- টাকা জরিমানা করা হয়।