গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক ঘটনায় ফাতেমা (৩) ও সালমান
সিকদার (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার
দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মাঝবাড়ী গ্রামের কামাল দাড়িয়ার মেয়ে
ফাতেমা খেলতে গিয়ে বাড়ীর পাশে পুকুরে পড়ে ডুবে যায়। অন্য
দিকে, পার্শ্ববর্তী আগৈলঝাড়া থানার নগরবাড়ী গ্রামের সুমন
সিকদারের ছেলে সালমান সিকদার মামা বাড়ী কোটালীপাড়ার
চিত্রাপাড়া গ্রামে বেড়াতে এসে লিচু খাওয়ার সময় গলায় বেধে
গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দু’জনকেই স্বজনেরা চিকিৎসার জন্য
কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক
ফাতেমা ও সালমানকে মৃত ঘোষণা করেন।
দু’টি শিশুর মর্মান্তিক মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগে
মর্মাহত স্বজনদের সাথে জরুরী বিভাগের চিকিৎসকদের বাকবিতন্ডা
বাধে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজনা নিরসন করেন।