ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ এর উদ্যোগে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র দুই শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য(এমপি) আলী আজম মুকুল। রবিবার দুপুরে পৌরসভার লঞ্চঘাটে দৈহিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সহায়তা তুলে দেন।
সংম্লিষ্ট সূত্রে জানান যায়, চাল, ডাল, তেল, আলু একটি প্যাকেজ প্রতিজন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।ওই সময় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী, উপজেলা আওয়ামী কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, আশা’র বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজউদ্দিন, জেলা ব্যবস্থাপক অপু নারায়ন দাস, আঞ্চলিক ব্যবস্থাপক সাইয়েদ আলম,উপজেলা শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।